• মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
  • |
  • |
Headline :
দলমত নির্বিশেষে পাবনার উন্নয়নে ঐক্যবদ্ধ হতে হবে- মাহতাব বিশ্বাস টাঙ্গাইলে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন টাঙ্গাইলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা টাঙ্গাইলে ব্যবসায়ীর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে চেম্বার জজ আদালত ডাকসু স্থগিতের প্রতিবাদে শহীদুল্লাহ হল থেকে শিক্ষার্থীদের মিছিল ডাকসু নির্বাচন স্থগিত: হাইকোর্ট শ্যামনগরে সুদেবী গাতিদারের পরিবারের সংবাদ সম্মেলন পাবনা সাংবাদিক ফোরামের এডহক কমিটি গঠন ৩ মাস নিষেধাজ্ঞা শেষ,সুন্দরবনে ফিরছেন জেলেরা

বাংলাদেশ ব্যাংকের কর্মীদের পোশাক নিয়ে নির্দেশনা প্রত্যাহার

স্পষ্টবাদী ডেস্ক / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
বাংলাদেশ ব্যাংকের কর্মীদের পোশাক নিয়ে নির্দেশনা প্রত্যাহার

কর্মীদের পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের পরামর্শমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক বার্তায় সিদ্ধান্ত বাতিলের তথ্য জানিয়েছেন ব্যাংকটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

আরিফ হোসেন খান বলেন, বাংলাদেশ ব্যাংকে কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ দেওয়ার বিষয়ে স্ব-স্ব বিভাগীয় সভায় আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং এসংক্রান্ত কোনো সার্কুলারও জারি করা হয়নি।

তিনি জানান, মিডিয়ার মাধ্যমে বিষয়টি বিদেশে অবস্থানরত গভর্নরের নজরে এলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। গভর্নরের নির্দেশনায় বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে নারী কর্মীদের ছোট হাতা ও স্বল্প দৈর্ঘ্যের পোশাক, লেগিংস পরা থেকে বিরত থাকতে বলেছিল বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় নারী কর্মীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না এবং পেশাদার ও শালীন পোশাক পরিধানের পরামর্শ দেওয়া হয়।

একই সঙ্গে পুরুষদের ক্ষেত্রে ফরমাল শার্ট ও প্যান্ট পরার কথা বলা হয়, নিষেধ করা হয় জিনস ও গ্যাবার্ডিনের মতো পোশাক।
তবে বুধবার দিবাগত রাত ১২টা ৫১ মিনিটে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংক জানায়, কর্মক্ষেত্রে পোশাক পরিধানসংক্রান্ত এক নির্দেশনা জারি করলেও, সেটিকে ‘পরামর্শমূলক’ বলা হয়। প্রতিষ্ঠানটির ভাষ্য, কারুকার্যময় পোশাক পরিধান নিরুৎসাহিত করাই ছিল নির্দেশনার মূল উদ্দেশ্য। তবে এতে করে অফিসে পোশাকের স্বাধীনতা খর্ব হবে না বলেই মনে করছে বাংলাদেশ ব্যাংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category