বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,
“আমরা নিহত হাবিবুর রহমানের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহত শ্রমিকদের দ্রুত আরোগ্য কামনা করছি। শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের ন্যায্য দাবি ও বৈধ অধিকারকে গুরুত্ব দিয়ে শান্তিপূর্ণ সমাধান করা আমাদের সবার দায়িত্ব।”
তারা আরো বলেন, “শান্তি, শৃঙ্খলা ও ন্যায় বজায় রাখার স্বার্থে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিল্প, কল-কারখানার মালিকগণ ও শ্রমিক সবাইকে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে কাজ করতে হবে। পারস্পরিক আলোচনার মাধ্যমে ও একান্ত সহযোগিতাই উত্তম সমাধানের পথ।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার বিবৃতি
বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ নিহত শ্রমিকের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে যথাযথ সহায়তা প্রদানের অনুরোধ করেন এবং আহতদের চিকিৎসার সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে বন্ধ হয়ে যাওয়া কারখানা পুনরায় চালু ও শ্রমিকদের কর্মস্থলে ফিরিয়ে নেওয়ার প্রতি আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, “আমরা বিশ্বাস করি, ন্যায়, সুবিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতেই সমাজ ও রাষ্ট্র টিকে থাকে। তাই আসুন, সবাই মিলে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে শান্তি, সম্প্রীতি ও কল্যাণের পথে এগিয়ে যাই।”