বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করে আটক হওয়া ৩৪ জেলের মুক্তির অনুরোধ করেছে ভারত সরকার। শুক্রবার (১৮ জুলাই) ভারত সরকারের সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় ভারতের পক্ষ থেকে ঢাকার কাছে দ্রুত ও নিরাপদে তাদের ফেরত পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানিয়েছে, গত ১৪ ও ১৫ জুলাইয়ের মাঝরাতে দুটি ভারতীয় মাছ ধরার ট্রলারসহ এই জেলেদের আটক করা হয়। ঘটনার খবর পাওয়ার পরপরই ঢাকায় ভারতীয় হাইকমিশন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং আটক জেলেদের সঙ্গে কনস্যুলার পর্যায়ে সাক্ষাতের আবেদন জানায়।
সূত্রটি বলেছে, জেলেদের নিরাপদ ও দ্রুত প্রত্যাবর্তনের জন্য আমরা বিষয়টি নিয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করছি, যাতে ট্রলারসহ তাদের ফেরত আনা যায়।
সূত্র আরও জানায়, আটক জেলেরা দুটি ভারতীয় মাছ ধরার ট্রলার- এফবি ঝড় ও এফবি মা মঙ্গল চণ্ডীতে করে মোংলার কাছে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরছিলো বলে অভিযোগ পাওয়া গেছে।
বাংলাদেশি কর্তৃপক্ষের দাবি, এই ভারতীয় নাগরিকেরা আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘন করে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে এবং সেখানে মাছ ধরছিলো। ঘটনাটি এমন সময়ে ঘটলো, যখন ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।
উল্লেখ্য, গত বছরের আগস্টে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের মুখে ঢাকা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে বড় ধরনের অবনতি দেখা গেছে।