• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
  • |
  • |
Headline :
মেরুন পোশাকধারী হামলাকারীর পরিচয় প্রকাশ করলেন রাশেদ খান রংপুরে দলীয় কার্যালয়ের সামনে জাপা নেতাকর্মীদের অবস্থান এবার টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ অপু বিশ্বাস সন্তান জন্মের পর চরম অর্থকষ্টে ভুগেছেন নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে : প্রেসসচিব দাবি না মানলে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিক শিক্ষকদের ৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা, দিনে বাড়তে পারে তাপমাত্রা সারা দেশে গণ অধিকার পরিষদের বিক্ষোভ আজ, ঢাকায় সমাবেশ বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক নীতি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

বলিউডের শারমান যোশির সঙ্গে তানজিন তিশা, আছেন বাসারও

বিনোদন ডেস্ক / ৫১ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
বলিউডের শারমান যোশির সঙ্গে তানজিন তিশা

শিরোনাম শুনে চমকে যেতে পারেন সিনেমাপ্রেমীরা! আইকনিক সিনেমা থ্রি ইডিয়টস-এর সেই অন্যতম ‘ইডিয়ট’, সেই ‘রাজু রাস্তোগি’র সঙ্গে দেখা যাবে এবার বাংলাদেশের জনপ্রিয় এই শিল্পীদের; প্রাথমিক পর্যায়ে শোনা যাচ্ছে এমনটাই।

১৬ বছর আগে ‘থ্রি ইডিওটস’ এ আমির খান ও আর মাধবনের সঙ্গে চলচ্চিত্র জগতের অন্যতম সেরা ত্রয়ী হয়ে ওঠেন সেই রাজু রাস্তোগি তথা অভিনেতা শারমান যোশী। সেখান থেকে বাংলাদেশে তার জনপ্রিওয়তাও উঠতে থাকে তুঙ্গে। এরপর প্রায় প্রতিবছরই একটা না একটা সিনেমা উপহার দিয়েছেন বলিউডে। এবার এই নায়কের যাত্রা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিজে!

বিষয়টি খোলাসা করে বললে, টালিউডের বাংলা সিনেমা দিয়ে প্রথমবারের মতো বাংলা সিনেমায় পা রাখতে যাচ্ছেন শারমান। ওপার বাংলার গণমাধ্যমসুত্র বলছে, এম এন রাজ পরিচালিত ‘ভালোবাসার মরসুম’ নামের একটি সিনেমায় কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করবেন এই বলিউড অভিনেতা; যার বিপরীতে অভিনয় করবেন টালিউডের সুস্মিতা চ্যাটার্জি। এবার সেই পরিচালকই বাংলাদেশের একটি গণমাধ্যমকে জানালেন এক চমকে দেওয়া খবর!

জানালেন, পরিচালক এম এন রাজ ও তার দলবল নিয়ে গত সপ্তাহে ঢাকায় আসেন। এসেই দেশের বেশ কয়েকজন নায়িকার সঙ্গে মিটিং করেন। আর বেছে নেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। তার সঙ্গে একটি চুক্তি সই করে আবার কলকাতায় ফিরে যান পরিচালক।

জানা গেছে, ‘ভালোবাসার মরসুম’ সিনেমাটি হবে একটি রোম্যান্টিক ধারার গল্প। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবেন তানজিন তিশা, যেখানে তার চরিত্রের নাম হবে ‘হিয়া’। আর সেখানে শারমান যোশিকে দেখা যাবে অধ্যাপক চরিত্রে। পরিচালক বলেছেন, এই ছবির গল্প পুরোপুরি তিশাকে ঘিরে। শুরু থেকে শেষ পর্যন্ত সে-ই কেন্দ্রীয় চরিত্র। হিয়ার জীবনের সম্পর্কের জটিল সমীকরণ ফুটে উঠবে এতে। তবে এখানেই শেষ নয়। অভিনেতা খায়রুল বাশারকেও দেখা যাবে এই সিনেমায়; তার সঙ্গে চুক্তিবদ্ধও হয়েছেন পরিচালক।

এদিকে খায়রুল বাসারের টালিউড যাত্রা নতুন হলেও এই সিনেমায় থাকবে তার গুরুত্বপূর্ণ চরিত্র। সিনেমাটির গল্পপটে, ‘আবির’ নামে এক কলেজ প্রফেসরের ভূমিকায় শারমান জোশি, যার জীবনে এক সময় ছিল ‘পারমিতা’ নামের প্রেমিকা- সুস্মিতা চ্যাটার্জি। কিন্তু অতীতের সেই সম্পর্ক এখনও আবিরকে তাড়া করে বেড়ায়। এদিকে ‘হিয়া’ (তানজিন তিশা) সেই আবিরের ছাত্র, যিনি ধীরে ধীরে তার প্রেমে পড়ে যান। যদিও পরে আবির-হিয়ার বিয়ে হয়, কিন্তু তারপর সম্পর্ক পাল্টে যেতে থাকে। কেন আবির হিয়াকে এড়িয়ে চলতে শুরু করে-সেই রহস্য ঘিরেই তৈরি হয় নতুন উত্তেজনা, যার মাঝে হাজির হয় বাসারের চরিত্র।

তবে কলকাতার কাস্টিং ডিরেক্টর শরিফ বাংলাদেশের গণমাধ্যমকে বলেছেন, অফিসিয়ালি সবকিছু জানানো হবে আগামী ৩০ তারিখে। আর সিনেমাটি আগামী ভালোবাসা দিবসে মুক্তির দেওয়ার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category