শনিবার (৬ই সেপ্টেম্বর) দুপুরে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কামারহাট এর আওতাধীন কালিপুর গ্রামে হাজী আব্দুল বারী গণ পাঠাগার পরিদর্শন ও উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সরকারি গণ-গ্রন্থাগার, বরগুনা’র জুনিয়র লাইব্রেরিয়ান মোঃ এমদাদ হোসেন খান, প্রথমে তিনি উপস্থিত সকলের করতালির মাধ্যমে পাঠাগার শুভ উদ্বোধন করেন।
পরে পরিদর্শন করেন এবং সেই সাথে প্রধান অতিথির বক্তব্যে বলেন, যে পাঠাগার পরিদর্শন ও উদ্বোধন হলো সেটার মাধ্যমে বই পড়ার প্রতি গ্রামের শিক্ষার্থীদের মাঝে ঝোঁক ও আগ্রহ সৃষ্টি হবে। গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য এ পাঠাগার বড় ভূমিকা পালন করবে বলে আশা রাখেন।
উপস্থিত সবাইকে আহ্বান জানিয়েছেন, আপনারা সবাই এখানে আসবেন, বই পড়বেন ও জ্ঞান অর্জন করবেন এবং পাঠাগারের প্রচার করবেন যেনো সবাই পড়তে আসে। পাঠাগারের পাঠকদের উদ্দেশ্যে বলেন তোমরা যখন সামনে কর্মজীবনে প্রবেশ করবে, দেখবে এই বই পড়ার অভ্যাস ভালো ভূমিকা রেখেছে। সেই সাথে হাজী আব্দুল বারী গণ পাঠাগারের লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন হাজী আব্দুল বারী গণ পাঠাগারের উদ্যোক্তা ও সভাপতি মো: বদরুদদোজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজী আব্দুল বারী, আবুল কালাম আজাদ এবং মো: সেলিম মিয়া
অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন মোছা: তানিয়া আক্তার, মোছা: আফরোজা বেগম, জাকিয়া আক্তার এবং মোছা: নূরে জান্নাত, সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, পাঠকবৃন্দ এবং সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজী আব্দুল বারী গণ পাঠাগারের সাধারণ সম্পাদক গাউস পীয়ারি এর পক্ষে অত্র পাঠাগারের সাধারণ পরিষদের সদস্য জাহিদুল ইসলাম।