• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
  • |
  • |

বনানীর সিসা বারে আধিপত্যের দ্বন্দ্বে খুন হন রাব্বি

স্পষ্টবাদী ডেস্ক / ৩১ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

রাজধানীর বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামের একটি সিসা লাউঞ্জে (বার) আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে খুন হন ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বি (৩১)। এ ঘটনার দুই মূল আসামি আ. মালেক মুন্না (২৭) ও মাকসুদুর রহমান হামজাকে (২৬) শুক্রবার রাতে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল শনিবার উত্তরা র‌্যাব-১-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। তিনি বলেন, সিসা লাউঞ্জের ভেতর আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে খুনের ঘটনা ঘটে।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ১৪ আগস্ট ভোরে রাহাত হোসেন রাব্বি তার বন্ধু নুরুল ইসলাম খোকনকে সঙ্গে নিয়ে বনানীর ১১ নম্বর রোডের হাউস-১০০-এর চতুর্থ তলায় ৩৬০ ডিগ্রি সিসা লাউঞ্জে যান। রাতভর সেখানে অবস্থান শেষে ভোর আনুমানিক ৫টা ২৮ মিনিটে রাহাত চতুর্থ তলা থেকে সিঁড়ি দিয়ে নামার সময় দ্বিতীয় তলায় মুন্না ও হামজা তার পথরোধ করেন। মুন্নাকে চিনতে পেরে রাব্বি প্রশ্ন করেন—‘মুন্না, তুই এই সময় এখানে কেন?’ এ সময় তর্কবিতর্ক শুরু হলে মুন্না হঠাৎ পাঞ্জাবির পকেট থেকে চাকু বের করে রাব্বিকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় রাব্বিকে আশপাশের লোকজন দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর র‌্যাব-১ ছায়া তদন্ত শুরু করে জানিয়ে লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। শুক্রবার রাতে র‌্যাব-১ এবং র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে কুমিল্লার বরুড়া থানার গামরুয়া এলাকা থেকে প্রথমে হামজাকে এবং পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্নাকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ১টার দিকে মোহাম্মদপুর থেকে হত্যায় ব্যবহৃত সুইস গিয়ার চাকুটি উদ্ধার করে র‌্যাব।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেছেন, জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, নিহত রাব্বির সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বনানীর বিভিন্ন সিসা লাউঞ্জে যাতায়াতকে কেন্দ্র করে আধিপত্যের দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন রাত আনুমানিক ১টার দিকে রাহাত মুন্নাকে লাউঞ্জ থেকে বের হয়ে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা ভোরে পরিকল্পিতভাবে রাহাতকে ছুরিকাঘাতে হত্যা করেন।

ঢাকায় অবস্থিত অবৈধ সিসা বারের বিরুদ্ধে অভিযানের বিষয়ে জানতে চাইলে র্যাব-১-এর অধিনায়ক আশিকুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে কথা বলে অবৈধ সিসা বারে অভিযান চালাবে র্যাব।

মুন্না ও হামজা রিমান্ডে: রাহাত হোসেন রাব্বি হত্যা মামলায় গ্রেপ্তার আ. মালেক মুন্নার তিন দিন ও মাকসুদুর রহমান হামজার এক দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে গতকাল ঢাকার মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিন তাদের মোট চার দিন রিমান্ডের আদেশ দেন।

বনানী থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বলেন, আদালতে তাদের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই মো. আমজাদ শেখ। আসামিদের আইনজীবী মো. ওসমান গণি জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আদেশ দেন।

এর আগে এই মামলায় বনানী থেকে মীর হোসেন (২২), ফজলে রাব্বি (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) ও আরাফাত ইসলাম ফাহিম (২৭) নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে মামলাটিতে ছয়জন গ্রেপ্তার হলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category