নওগাঁর বদলগাছীতে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা মাকে পিটিয়ে হাত ও পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে আপন সন্তান ও স্বজনদের বিরুদ্ধে। এই ঘটনায় ভিকটিমের মেয়ে রেহেনা বেগম বাদী হয়ে বদলগাছী থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোনো আইনগত পদক্ষেপ নেয়নি পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের কাশিমালা গ্রামের মৃত তমেজ উদ্দিনের মেয়ে রেহেনা বেগম গত ১৪ আগস্ট তার আপন ভাই সামসুল, ভাবি রেহেনা , ভাতিজা রুহেল ও ভাতিজি সাবিনার বিরুদ্ধে তার ৭৫ বছর বয়সী মাকে নির্মমভাবে মারধরের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে তারা বৃদ্ধা মা কে বেধড়ক মারধর করে, এতে তার হাত ও পা ভেঙে যায়।
রেহেনা বেগম বলেন, “আমার মা ভিক্ষা করে কোনোরকমে জীবন চালান। এখন তিনি চলাফেরা তো দূরের কথা, নিজের খাবারটাও তুলে খেতে পারছেন না। আমি থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোনো তদন্তে আসেনি। আমি আমার মায়ের সুবিচার চাই।
অভিযুক্ত সাবিনা বলেন,আমার দাদিকে মারধর করিনি।একটু ধাকা দিয়েছি পড়ে গিয়ে আঘাত লেগেছে।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোঃআনিছুর রহমান বলেন,বিষয়টি আমি দেখতেছি।
স্থানীয়দের অভিযোগ, পারিবারিক বিরোধ ও প্রভাবশালীদের হস্তক্ষেপের কারণে অনেক সময় এমন অভিযোগগুলোকে গুরুত্ব দেওয়া হয় না। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিকে, মানবিক দিক বিবেচনায় দ্রুত পুলিশের হস্তক্ষেপ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।