মাঝগ্রাম ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, আয়নাল হোসেন বাড়িতে একাই থাকতেন। তার দুই সন্তান রয়েছে। তারা নানার বাড়িতে থাকে। বুধবার সন্ধ্যায় এলাকায় দেখা যায় আয়নাল হোসেনকে। আয়নাল নটাবাড়িয়া চার নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। সকালে বাড়ির পার্শ্বের লোকজর পঁচা গন্ধ পেয়ে বাড়ির ভিতরে ঢুকে ঘরের মেঝেতে লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।