ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে রাজনৈতিক দলগুলোতে বিন্দুমাত্র ফাটল নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
আজ মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টায় প্রধান অতিথি ভবন যমুনায় দেশের চার রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে আসিফ নজরুল বলেছেন, ফ্যাসিবাদ মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিরোধ নেই। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন- দেখেন রাজনীতির মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা একজন আরেক জনের বিরুদ্ধে মাঝে মধ্যে কথা বলতেই পারি।
তিনি আরও বলেন, কিন্তু এর মানে এটা নয় যে তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। তারা আমাদের রাজনৈতিক সহযোগী। রাজনৈতিক ময়দানে এমন অনেক রকম কথা চলতেই থাকবে।
এদিন বৈঠকে অংশ নেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
আরও ছিলেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান।