এশিয়ান কাপের বাছাইয়ে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হারের প্রভাব পড়ল ফিফা র্যাঙ্কিংয়ে। এক ধাপ পিছিয়েছেন হামজা চৌধুরী-জামাল ভুঁইয়ারা। র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
সবশেষ বুধবার র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করে ফিফা। তাতে এক ধাপ পিছিয়ে ১৮৪তম স্থানে নেমে গেছে বাংলাদেশ।
গত বছরের জুন থেকে এ পর্যন্ত আটবার র্যাঙ্কিং হালনাগাদ করল ফিফা। এ সময়ে বাংলাদেশ ১৮৩তম থেকে ১৮৬তম স্থানেই আটকা থেকেছে।
৫.১৫ পয়েন্ট হারিয়ে বাংলাদেশের বর্তমান পয়েন্ট ৮৯৯.০১। ৯০০.৬২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক ওপরে ব্রুনাই। বাংলাদেশকে হারানো সিঙ্গাপুর দুই ধাপ এগিয়ে উঠে এসেছে ১৫৯তম স্থানে।
ফিফা র্যাঙ্কিংয়ে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা অবস্থান ১১০। ১৯৯৬ সালের ২৪ এপ্রিলের সেই র্যাঙ্কিংয়ের পর কেবল অবনতিই হয়েছে বাংলাদেশের। ২০১৮ সালে সর্বনিম্ন ১৯৭তম স্থানে নেমেছিল বাংলাদেশ।
গত জুনে বিশ্বকাপ বাছাইয়ে চিলিকে ১-০ গোলে হারালেও কলম্বিয়ার সঙ্গে ১-১ ড্র করায় ০.৮ পয়েন্ট হারিয়েছে আর্জেন্টিনা। তবু শীর্ষে লিওনেল মেসিরাই।
শীর্ষ পাঁচে পরিবর্তন নেই কোনো। আর্জেন্টিনার পরে আছে যথাক্রমে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। উয়েফা নেশন্স লিগ জিতে এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল।