ফরিদপুরের বোয়ালমারীতে ৯ মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করার পর পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে এক লাইনম্যানকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে।
সোমবার দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালমারী উপজেলা জোনাল অফিসে এ ঘটনা ঘটে। আহত লাইনম্যানের নাম পার্থ বাগচী (২৮)। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে সোমবার রাতে বাসায় ফিরে যান। পার্থ বাগচী জানান, তাকে কিল, ঘুসি ও লাঠি দিয়ে পেটানো হয়। এতে তার মাথা কেটে যায়।
অভিযুক্ত আজিজুল হক বোয়ালমারী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, আজিজুল হকের ৯ মাসের ৩৬ হাজার ৮৮২ টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করায় সোমবার দুপুরে সংযোগ বিচ্ছিন্ন করে দেন লাইনম্যান পার্থ বাগচী। এমন খবর পেয়ে জোনাল অফিসে গিয়ে ওই লাইনম্যানকে মারধর করেন তিনি। পরে লাইনম্যানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সহকর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে আজিজুল হক দাবি করেন, চলতি মাসের বিল বাড়তি আসায় মোবাইলে তিনি বিষয়টি জানতে চান। এ নিয়ে তর্কবিতর্ক হয়। এরপরেই তার লাইন কেটে দেওয়া হয়।
তিনি আরও বলেন, ‘আমি বছরে দুবার বিল দিয়ে থাকি। এটা তো তারাও জানে।
মারধর করার বিষয়টি স্বীকার করে আজিজুল বলেন, ‘আমার পোলাপান গিয়ে চড়-থাপ্পড় দিয়েছিল। তখন চাবির আঘাতে ওই লোকের মাথা কেটে যায়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) এস এম নাসিরউদ্দিন বলেন, ‘৯ মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় লাইন কেটে দেওয়া হলে আমার কর্মীকে অফিসে ঢুকে মারধর করেছে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিতে থানায় অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান বলেন, ঘটনাটি নিয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। শুনেছি, নিজেরা মীমাংসা করেছে।