আর্সেনালের উঠতি তারকা ম্যাক্স ডাউম্যান লিখলেন নতুন ইতিহাস। মাত্র ১৫ বছর ২৩৫ দিন বয়সে প্রিমিয়ার লিগে অভিষেক করে তিনি লিগ ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হয়ে গেলেন। শনিবার এমিরেটস স্টেডিয়ামে লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচেই এ কীর্তি গড়েন হেল এন্ড একাডেমি থেকে উঠে আসা এ কিশোর।
গ্রীষ্মকালীন সাইনিং ননি মাদুয়েকের বদলি হিসেবে মাঠে নামেন ডাউম্যান।
তবে বদলি হিসেবেই নয়, বরং নিজের প্রথম ম্যাচেই তিনি দারুণ প্রভাব রাখেন। শেষ মুহূর্তে প্রতিপক্ষ ডিফেন্ডারকে চাপে ফেলে পেনাল্টি আদায় করে দেন তিনি। সেই পেনাল্টি থেকে আর্সেনালের নতুন স্ট্রাইকার ভিক্টর গয়োকোরেস গোল করে ৫-০ গোলের বড় জয় নিশ্চিত করেন।
প্রিমিয়ার লিগ ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে এখনো রেকর্ডটি ধরে রেখেছেন আর্সেনালেরই আরেক প্রতিভা ইথান নওনেরি, যিনি ১৫ বছর ১৮১ দিন বয়সে মাঠে নামেন।
প্রিমিয়ার লিগ ইতিহাসের সর্বকনিষ্ঠ পাঁচ ফুটবলার
১. ইথান নওনেরি (আর্সেনাল)–১৫ বছর ১৮১ দিন
২. ম্যাক্স ডাউম্যান (আর্সেনাল)–১৫ বছর ২৩৫ দিন
৩. জেরেমি মঙ্গা (লেস্টার সিটি)–১৫ বছর ২৭১ দিন
৪. হার্ভি এলিয়ট (ফুলহ্যাম)–১৬ বছর ৩০ দিন
৫. ম্যাথিউ ব্রিগস (ফুলহ্যাম) –১৬ বছর ৬৮ দিন।