প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মেহেরাজ ইসলামকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ২৩ এপ্রিল সন্ধ্যায় তাকে আটক করা হয়।
গত ১৯ এপ্রিল রাজধানীর বনানীতে পারভেজ ও তার বন্ধু তরিকুলের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় একদল যুবক।
হামলায় পারভেজ নিহত হন এবং তরিকুল গুরুতর আহত হন।
এই ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ৫ জন গ্রেফতার হয়েছে।
বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।