প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার ৩০তম ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’র উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন।
সম্মেলনে ‘উত্তাল বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা মুহাম্মদ ইউনূসের। প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে অধিক টেকসই ও ন্যায়সংগত ভবিষ্যৎ গঠনের জন্য এশিয়ার দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত পদক্ষেপের ওপর জোর দেবেন।
সম্মেলন শুরু হওয়ার আগে আজ সকালে নিক্কেই ইনকরপোরেটেডের শীর্ষ নির্বাহীরা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আজ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে প্রধান উপদেষ্টা টোকিওতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত একটি মানবসম্পদ উন্নয়ন সেমিনারে অংশ নেবেন। সেমিনারে ৩০০ জনের বেশি অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠানে বিশেষ ভাষণ দেবেন। তিন তাঁর ভাষণে জাপানের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্ভাবনার ওপর আলোকপাত করবেন।