• সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
  • |
  • |
Headline :
ফরিদপুরে খালে ডুবে একই পরিবারের দুইজন প্রথম শ্রেণির শিক্ষার্থী মৃত্য শ্যামনগরে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী মোস্তফা আল-মামুন’র গণসংযোগ পথসভা অনুষ্ঠিত চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ, নেই পুলিশ জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে: আসিফ এপিবিএনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, সেনা চায় রোহিঙ্গা নারীরা পিআর সম্ভব না, রিজভী চবি ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি পাবনার সাঁথিয়া মাকে নির্যাতনে, ছেলে-পুত্রবধূসহ আটক ৫ রিটকারীকে শুভেচ্ছা জানালেন শিবিরের জিএস প্রার্থী ফরহাদ ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প: নিউ ইয়র্ক টাইমস

পৈশাচিক চাহিদা মেটাতে রাতভর সঙ্ঘবদ্ধ ধর্ষণের পর জুঁইকে হত্যা করা হয়- পুলিশ

রবিউল রনি / ৮৩ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

পহেলা বৈশাখের দিন বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গাড়ফা গ্রামের শিশু জুঁই দাদীর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে পাঁচ কিশোর তাকে তুলে নিয়ে শুধুমাত্র নিজেদের পৈশাচিক চাহিদা মেটাতে সঙ্ঘবদ্ধ ভাবে রাতভর তাকে ধর্ষণ করে।

এ সময় এসিড জাতীয় কোন দ্রব্য দিয়ে তার মুখমন্ডল পুড়িয়ে দেওয়া হয়। এ সময় এ যুবকরা নেশাগ্রস্থ অবস্থায় ছিল। ২০শে এপ্রিল রবিবার চাটমোহর থানা পুলিশের ওসি মনজুরুল আলম সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায়। তাদের কেউ শিক্ষার্থী, দোকানী ও কৃষি কাজ করে।

পুলিশ সূত্রে আরো জানা যায়, চাটমোহর, বড়াইগ্রাম থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে পাঁচ কিশোরকে গ্রেফতার করে হেফাজতে নেয়া হয়েছে। গ্রেফতারকৃতদের বয়স ১৬-২৫ বছর। রবিবার পাবনা আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো দিয়ার গফরা গ্রামের গরমাটি এলাকার শাহিন আলমের ছেলে সিয়াম আলম (১৩), রামপুর গ্রামের মোঃ আয়নাল হকের ছেলে শেখ সাদী (১৬), দুলাল হোসেনের ছেলে সাকিব (১৬), শফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (১৬), সুলতান হোসেন এর ছেলে সোহেল রানা (২৫)।

উল্লেখ্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়গারফা গ্রামের সাত বছরের শিশু কন্যা জুঁইকে হত্যা করে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর এলাকার একটি ভুট্টা ক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা। সেই লাশ ১৫ এপ্রিল উদ্ধার করে চাটমোহর থানা পুলিশ। পরে ঘটনার সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগে চাটমোহর ও বড়াইগ্রামের পাঁচজন কিশোরকে আটক করে বড়ইগ্রাম থানা পুলিশ ও নাটোর জেলা ডিবির একটি দল।

১৫ এপ্রিল চারদিকে খোঁজা খোঁজির এক পর্যায়ে সকালে পার্শ্ববর্তী পাবনার চাটমোহরের রামপুর বিলের একটি ভুট্টাক্ষেতে জুঁইয়ের মরদেহ পাওয়া যায়। ঐ দিন রাতে জুঁইয়ের মা বাদী হয়ে অজ্ঞাত নামে থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে শনিবার ৫ কিশোরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা শিশু জুঁই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হলে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রেস ব্রিফিং এ চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান, আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে পুলিশ কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category