• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • |
  • |

পুলিশের ওপর কয়েক দফা হামলা চালিয়ে ছিনিয়ে নিলো আসামি

Reporter Name / ১৫ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
পুলিশের ওপর কয়েক দফা হামলা চালিয়ে ছিনিয়ে নিলো আসামি
পুলিশের ওপর কয়েক দফা হামলা চালিয়ে ছিনিয়ে নিলো আসামি

গাজীপুরের শ্রীপুরে একাধিক মামলার এক আসামিকে পুলিশের ওপর দফায় দফায় হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা শ্রীপুর থানা ও গোয়েন্দা পুলিশের দুটি গাড়িতে হামলা চালায়। হামলায় পুলিশের সাত সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে শ্রীপুর পৌরসভার টেংরা রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আসামি সুমন মিয়া উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সুমন মিয়াকে শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকা থেকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ ও শ্রীপুর থানা পুলিশ। আটক সুমনকে নিয়ে পুলিশ সদস্যরা রওনা হলে প্রথমে বরমীতে হামলা চালিয়ে সুমনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

পুলিশের ওপর কয়েক দফা হামলা চালিয়ে ছিনিয়ে নিলো আসামি

সেখানে ব্যর্থ হলে পরে তালতলী গ্রামের সিসিডিবি এলাকায় ও টেংরা ডিবার পাড় এলাকায় হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। পরে পুলিশ আটক সুমনকে নিয়ে শ্রীপুরের টেংরা রাস্তা মোড় এলাকায় এলে ৮-১০টি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হামলা চালিয়ে পুলিশকে মারধর করে আটক আসামি সুমনকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category