রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলার পর ট্রাম্প বলেন, তিনি পুতিনের কর্মকাণ্ডে ‘খুশি নন’।
সাংবাদিকদের তিনি বলেন, ‘তার কী হয়েছে? তিনি তো প্রচুর মানুষ হত্যা করছে।’ পরে সামাজিক মাধ্যমে পুতিনকে পুরোপুরি পাগল’ বলেও মন্তব্য করেন ট্রাম্প।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, রুশ হামলার পরেও ওয়াশিংটনের ‘নীরবতা’ পুতিনকে আরো উৎসাহিত করছে। তিনি মস্কোর ওপর আরো কঠোর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন।
গত রবিবার রাতে রাশিয়া ইউক্রেনের ওপর ৩৬৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে এক রাতের মধ্যে সর্বোচ্চ হামলার রেকর্ড। এতে অন্তত ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
সোমবার ভোরে আবারও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা বাজানো হয়। খারকিভ শহরে এক শিশুসহ অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার মেয়র ইহোর তেরেখভ। দক্ষিণের জাপোরিঝিয়া অঞ্চলেও দুইজন আহত হয়েছেন বলে জানান প্রশাসনিক প্রধান ইভান ফেডোরভ।
রাশিয়ার রাজধানী মস্কোর দিকে আসা ইউক্রেনের দুটি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র সেরগেই সোবিয়ানিন।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রবিবার রাতে নিউ জার্সিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমি পুতিনকে অনেক দিন ধরে চিনি, আমাদের সম্পর্কও ভালো ছিল, কিন্তু এখন সে শহরে শহরে রকেট ছুড়ে মানুষ মেরে ফেলছে। এটা আমার একদম পছন্দ না।’
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘অবশ্যই।’ যদিও পূর্বেও তিনি নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সেসব কার্যকর করেননি।