পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তাদের উদ্যোগে আজ ৩০ মে ২০২৫- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় এই আয়োজনটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবিপ্রবির হল প্রভোস্ট অধ্যাপক ড. কামরুজ্জামান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক রেদোয়ান আহম্মেদ।
এছাড়া কর্মকর্তাদের মধ্যে সেকশন অফিসার মেখ মাহমুদ কানন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, সহকারী রেজিস্ট্রার মোঃ জহরুল ইসলাম, উপ-পরিচালক মোঃ আলমগীর, প্রকৌশলী রিপন আলি, টেকনিক্যাল অফিসার আঃ রাজ্জাক ও মোস্তাফিজুর রহমান মাসিত, সহকারী পরিচালক বাবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহফিলে আরও অংশ নেন সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ পাবিপ্রবি ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের পেশ ইমাম জালাল উদ্দীন রুমী।