পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী হিসেবে কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের নাম ঘোষণা হওয়ায় চাটমোহরে অনুষ্ঠিত হয়েছে আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ।
শুক্রবার (২৭ জুন ২০২৫) বিকেলে চাটমোহর পৌর সদরের বাসস্ট্যান্ড গোলচত্বর থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। চাটমোহর উপজেলা কৃষকদল ও পৌর কৃষকদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ব্যাপক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
মিছিলে নেতৃত্ব দেন পাবনা জেলা কৃষকদলের সভাপতি আবুল হাসেম। বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নিক্সন, চাটমোহর উপজেলা কৃষকদলের সভাপতি লিটন বিশ্বাস, সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম এবং বিএনপি নেতা ও চাটমোহর ডিগ্রি কলেজের সাবেক ভিপি সেলিম রেজা।
বক্তারা দাবি করেন, কৃষিবিদ হাসান জাফির তুহিনকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে পাবনা-৩ আসনে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, এই প্রার্থী এবার গণমানুষের সমর্থন নিয়ে বিজয়ী হবেন।
উল্লেখ্য, এ ঘোষণার পর থেকে এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।