পাবনা সাংবাদিক ফোরামের এডহক কমিটি গঠন
কমিটি’রসদস্য হলেন, আহবায়ক মো. হাসানআলী, যুগ্ম-আহবায়ক মো. সোবহানমারুফ,সদস্য সচিব মো.আলাউদ্দিন বিন কাশেম, সদস্য মো, আমিনুর রহমান খান, শফিক ইসলাম, আব্দুল আজীজ হুমায়ুন, রেহেনা পারভীন, মিজানুর রহমান প্রিন্স প্রমুখ। এসভায় সংগঠনের প্রধান উপদেষ্টা রোটাঃ মো. জালালইদ্দিন ও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।