পাবনা র্যাবের অভিযানে ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলার আসামি গ্রেফতার
স্পষ্টবাদী ডেস্ক: পাবনা জেলার সদর থানাধীন টেবুনিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত আসামি পাবনার সদর উপজেলার ছোট মনোহরপুর গ্রামের মোঃ মুক্তার হোসেন এর ছেলে মোঃ আরজু হোসেন (৩৯)।
গত কাল ০৫ এপ্রিল রাত ৮ টার দিকে টেবুনিয়া বাজারে এই অভিযানে এই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায় যে, উক্ত আসামী একজন নারীকে মিথ্যা আশ্বাস ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে ভিকটিমের মানমর্যাদা ক্ষুন্ন করার হুমকি প্রদান করে। এক পর্যায়ে ভিকটিম বাদী হয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে পাবনা সদর থানায় এজাহারনামীয় ০২ জনকে আসামী করে একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে, মামলা নং-৩৮।