• শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন
  • |
  • |
Headline :
নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ নুরুল হকের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভিড় না করার অনুরোধ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাল বাংলাদেশ ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার গোপনে সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দিয়ে দুবাই পৌঁছান থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ভোটের প্রচারে কোনো পোস্টার থাকবে না, বিলবোর্ড সীমিত ভাঙ্গা-ফরিদপুর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ আবদুল কাদেরের পাশে থাকার প্রতিশ্রুতি ছাত্রদল সভাপতির তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস হাসনাতকে উপহার পাঠানোর কারণ জানালেন রুমিন ফারহানা

পাবনা প্রতিশ্রুতি’র SMART-তাঁত উপ-প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

শিশির ইসলাম / ১৩১ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

পাবনায় বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) পাবনা প্রতিশ্রুতি কর্তৃক বাস্তবায়িত Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় “Promoting sustainable growth in Loom sub-sector through RECP practices” শিরোনামের উপ-প্রকল্পের অবহিতকরণ কর্মশালা (Inception Workshop) ১৮ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ রোজ বুধবার পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

পাবনা প্রতিশ্রুতি’র সভাপতি ও পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ আব্দুল মতীন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর অধ্যক্ষ ইঞ্জিঃ মোঃ বখতিয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর পাবনা’র সহকারী পরিচালক মোঃ আব্দুল গফুর। এছাড়ও উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা কলেজ ও শহিদ এম মনসুর আলী কলেজ এর শিক্ষকবৃন্দ, তাঁত বোর্ড এর লিয়াঁজো অফিসার , সাংবাদিকবৃন্দ, পাবনায় কর্মরত বিভিন্ন এনজিও’র প্রতিনিধিবৃন্দ, স্থানীয় তাঁত উদ্যোক্তা, SMART-তাঁত উপপ্রকল্পের কর্মকর্তাগণ ও সংস্থার পরিচালক খোন্দকার বোরহানুর হাসানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ।

পাবনা প্রতিশ্রুতি’র মাধ্যমে SMART প্রকল্পের তাঁত উপ-প্রকল্পটি বাস্তবায়ন ও আর্থিক সহযোগিতা প্রদান করার জন্য সভায় স্বাগত বক্তব্যে পাবনা প্রতিশ্রুতি’র পরিচালক এবং SMART প্রোজেক্ট এর ফোকাল পার্সন মোঃ মনির হোসেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্ব ব্যাংককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন । এছাড়াও সকলের আন্তরিক প্রচেষ্ঠায় পাবনা প্রতিশ্রুতি’র SMART-তাঁত উপপ্রকল্পটি সফল হবে তথা কর্ম এলাকার তাঁত উদ্যোক্তাদের জীবন-মানের উন্নয়ন সাধিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথি ইঞ্জিঃ মোঃ বখতিয়ার হোসেন তার বক্তব্যে প্রকল্পটি পাবনা জেলার তাঁত শিল্প উন্নয়নে অগ্রগামী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি পরিবেশবান্ধব উৎপাদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের নিমিত্তে দিক নির্দেশনা প্রদান করেন।

প্রকল্প ব্যবস্থাপক মো. সামছুর রহমান প্রকল্পটির সার-সংক্ষেপ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রযুক্তি নির্ভর ও পরিবেশ সম্মত এবং সম্পদের কার্যকরী ব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্ন উৎপাদন (Resource Efficient and Cleaner Production-RECP) নিশ্চিত করার পাশাপাশি সবুজ প্রবৃদ্ধি সঞ্চার করাই প্রকল্পটির মূল উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন। SMART-তাঁত উপপ্রকল্পটি পাবনা জেলার পাবনা সদর, আটঘরিয়া, সুজানগর ও সাথিয়া উপজেলার ৮০০ জন তাঁত উদ্যোক্তাদের সম্পদ সাশ্রয়ী ও পরিচ্ছন্ন উৎপাদন বাস্তবায়নের লক্ষ্যে ফেব্রুয়ারী-২০২৫ থেকে ৩০ জুন ২০২৮ সাল পর্যন্ত চলমান থাকবে।

দিনব্যাপি এ কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ দূষনের কারন ও প্রতিকার, তাঁতশিল্পে আধুনিক মেশিন এর ব্যবহার ও বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। SMART প্রকল্পটি দেশব্যাপী প্রক্রিয়াজাত, কৃষি এবং সেবা খাতের অন্তর্ভুক্ত ৮০,০০০ ক্ষুদ্র উদ্যোগে RECP প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিবেশগত টেকসহিতা অক্ষুণ্ন রেখে ক্ষুদ্র উদ্যোগগুলোর সম্পদ সাশ্রয় ও উৎপাদনশীলতা বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category