জেলাপাড়া যুব সংঘের সাধারণ পরিষদ সদস্যদের মৌখিক প্রস্তাবে ১০ আগষ্ট রবিবার বিকেলে এ কমিটি নির্বাচিত করা হয়। জেলাপাড়া যুব সংঘের পূর্বের কমিটির সভাপতি মণ্ডলির ০৫ সদস্য ও নতুন নির্বাচিত ০৩ সদস্য সর্ব মোট ০৮ সদস্য মিলে জেলাপাড়া যুব সংঘের কার্যকরী পরিষদ গঠন করা হয়। বর্তমানে যুব সংঘের কার্যকরী পরিষদে নির্বাচিতরা হলেন, সভাপতি মো: ওমর ফারুক ইলু, সিনিয়র সহ-সভাপতি, মো: সাইফুল ইসলাম মিলন মো: জাহাঙ্গীর হোসেন (জাহাঙ্গীর), মো: নাজিম হোসেন (ডলার),মো: অভি হোসেন (সাগর)
সাধারণ সম্পাদক,মো মোজাম্মেল হোসেন, মো: ইনজামামুল হক (অনিক),যুগ্ম সাধারণ সম্পাদক
ক) মিনহাজুর রহমান রিফাত,কোষাধ্যক্ষ,খ) ছামির খান অমিও,সাংগঠনিক,মো: মাকসুদুল শেখ,
প্রচার সম্পাদক,তৌফিক আহম্মেদ,দপ্তর সম্পাদক
মো: মাশরুরল শেখ,সালমান ইসলাম,কার্যকরী সদস্য,ফারুক হোসেন, শিমুল হোসেন, আরাফাত ফেরদৌস শাকিল,সাঈদ শেখ,সোলেমান হোসেন, ফয়সাল খালেদ সুমন,যাবির উদ্দিন অমিত,ওবাইদুল হক প্রিন্স,ক্রিকেট সাব ফুটবল সাব কমিটির আহবায়ক,কমিটির আহবায়ক সাব্বির হোসেন,জিহাদ হোসেন জিকো এসময় উপস্থিতরা সবার সহযোগিতায় সংঘকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।