• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
  • |
  • |

পাবনার বেড়ায় আওয়ামী লীগ পুনর্বাসন এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

রেদোয়ান সুজন / ৭৫ Time View
Update : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

পাবনার বেড়ায় আওয়ামী লীগ পুনর্বাসন এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 

পাবনার বেড়া উপজেলায় স্বৈরাচার আওয়ামী লীগ এর দোসর অধ্যাপক আবু সাইয়িদ এর নেতৃত্বে আওয়ামী লীগ এর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফ্যাসিবাদ বিরোধী সর্বস্তরের ছাত্র জনতা।

গতকাল ৪ঠা এপ্রিল শুক্রবার বাদ আসর বেড়া উপজেলা বাজার কেন্দ্রীয় মসজিদ এর সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা পদক্ষিন করে সিএন্ডবি মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বিক্ষোভকারীরা। সেখানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনার সমন্বয়ক ও সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রাসেল আহমেদ,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা আরিফুল ইসলাম, বেড়া উপজেলা শিবির সভাপতি আবরার সুমন, পাবনা জেলা ছাত্রনেতা আরিফ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

বিক্ষোভ সমাবেশে তারা বলেন আপনারা জানেন গত পাঁচই আগষ্ট স্বৈরাশাসক হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ কে সক্রিয় করতে বিভিন্ন রকম কার্যক্রম করে আসছে। কিন্তু বেড়া উপজেলায় আওয়ামী লীগ কে আর পুনর্বাসন এর সুযোগ দেওয়া হবেনা। এই অধ্যাপক আবু সাইয়িদ যাকে এই এলাকার সবাই চিনে বিগত দিনে তাঁর কার্যক্রম সম্পর্কে সবাই অবগত। সেই অধ্যাপক আবু সাইয়িদ ঈদ পুনর্মিলনীর নামে আওয়ামী লীগ এর কার্যক্রম পুনরায় সক্রিয় করা ও পুনর্বাসন এর ঘোষণা দেন। আমরা অধ্যাপক আবু সাইয়িদ কে বেড়া সাঁথিয়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

সেইসাথে সকল আওয়ামী দোসরদের দৃঢ়ভাবে বলতে চাই এই বেড়ার মাটি জামাতের ঘাঁটি এখানে আর কখনো আওয়ামী লীগ কে মাথা তুলে দাড়ানোর সুযোগ দেওয়া হবেনা। যদি এই দৃষ্টতা কেউ দেখায় তাদের সমূলে উপড়ে ফেলা সহ এলাকা থেকে বিতারিত করা হবে। বক্তারা আরো বলেন আমরা প্রশাসন কে বলতে চাই অধ্যাপক আবু সাইয়িদ সহ সকল আওয়ামী দোসরদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এবং আজকের এই সমাবেশ এর মাধ্যমে জানান দিতে চাই আগামীতে কঠোর আন্দোলন এর পাশাপাশি সকল কিছু অচল করে দেওয়া হবে। এসময় বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের পাশাপাশি বাংলাদেশ জামাতে ইসলামী, ছাত্রশিবির সহ বেড়া উপজেলার বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category