পাবনার বেড়ায় অবৈধ বালু মহালে অভিযান
জরিমানা আদায় ও পরিবহন ধ্বংস
জেলা এনএসআই,পাবনার তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল আলম কর্তৃক অবৈধ বালুমহাল থেকে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টে মাধ্যমে জরিমানা করা হয়।
উক্ত অভিযানে আমিনপুর দক্ষিণপাড়া মাঠ পয়েন্ট হতে মোঃ তরিকুল ইসলাম রতন,পিতা মৃত মজিবর উদ্দিন মৃধা, সাং চকভরিয়া, আমিনপুর,বেড়া কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ ধারা মোতাবেক নগদ ১,০০,০০০/- টাকা অনাদায়ে ০২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। তিনি জরিমানা পরিশোধ করলে তাকে ছেড়ে দেয়া হয়। কাজিরহাট ঘাট ক্যানাল পয়েন্ট হতে দোষী ফরিদুল ইসলাম, পিতা- মোহাম্মদ আবু বক্কর, সাগোয়ালমারী, কালীহাতী, টাঙ্গাইলকে একই ধারা ও আইন মোতাবেক ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এছাড়াও ০২ টি ভেকু ও ০৩ টি ট্রাক জব্দ করে ধ্বংস করা হয়।
এসময় সেনাবাহিনী, এনএসআই এর ০৫ জন সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।