পাবনার ফরিদপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এস ই ডি পি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার এবং প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। বিশেষ অতিথি বিশেষ অতিথি প্রফেসর ডঃ মুহাম্মদ একিউএম শফিউল আজম, পরিচালক, পরিকল্পনা উন্নয়ন উইং, বাংলাদেশ, ঢাকা। আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিচালক, সরকারি কলেজের অধ্যক্ষবৃন্দ সহ শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সভাপতিত্ব করেন, মাহবুব হাসান উপজেলা নির্বাহী অফিসার।