পাবনার চাটমোহরে প্রেমিকার বিয়ের খবরে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছে গোলাম রাব্বি (১৫) নামের এক কিশোর।
সোমবার (৩০ জুন) সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামে নিজ ঘরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাব্বি ওই গ্রামের দিনমজুর রবিউল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাশের জগতলা নতুনপাড়া গ্রামের জালাল উদ্দিনের মেয়ে জান্নাতির সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিল রাব্বি। কয়েক মাস আগে প্রেমিক যুগল বাড়ি ছেড়ে পালিয়ে রাব্বির ফুফুর বাড়িতে আশ্রয় নেয়। পরে উভয় পরিবার তাদের ফিরিয়ে আনে এবং গ্রাম্য সালিশে বয়স অপ্রাপ্ত হওয়ায় দু’জনকে নিজ নিজ পরিবারের জিম্মায় রাখার সিদ্ধান্ত হয়।
রাব্বির পরিবারের অভিযোগ, এরপর থেকেই জান্নাতির পরিবারের পক্ষ থেকে রাব্বিকে নানা হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। সম্প্রতি মেয়ের খালাতো ভাই মেহেদী হাসান ফোনে জানায়, জান্নাতির সঙ্গে রাব্বির বিয়ে হচ্ছে না। সোমবার সকালে সে জানায়, মেয়েটির বিয়ে অন্যত্র ঠিক হয়ে গেছে। এমন খবর শুনেই মানসিকভাবে ভেঙে পড়ে রাব্বি।
পরিবার জানায়, ঘটনার কিছু সময় পর বাড়ির সবার অগোচরে নিজ ঘরে দরজা বন্ধ করে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় কিশোরটি। পরে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
রাব্বির বড় ভাই রিয়াজ শেখ বলেন, “আমরা বিয়ের আশ্বাসে তাদের বাড়িতে ফিরিয়ে এনেছিলাম। মেয়ের পরিবার প্রতারণা করেছে। তারা কৌশলে মেয়েকে ঢাকায় পাঠিয়ে ভাইয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। আজ ওদের আত্মীয়র মুখে জানলাম মেয়েটির বিয়ে হয়ে গেছে। ভাইয়ের এমন মৃত্যু আমরা মানতে পারছি না। এই ঘটনায় প্ররোচনাকারীদের বিচার চাই।”
চাটমোহর থানার ওসি মনজুর আলম জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।