পাবনার আটঘরিয়ায় সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
স্পষ্টবাদী ডেস্ক
/ ১৫
Time View
Update :
বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
Share
আটঘরিয়ায় সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়ার জালালের ঢাল নামক স্থানে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সড়কের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
আটঘরিয়া থানার এসআই চাঁন মিয়া জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময়ে দ্রুতগতির কোন গাড়ি ওই ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।