পাবনার উন্নয়ন ঘোষিত ১৬ দফা রূপকল্পের মধ্যে গুরুত্বপূর্ণ ৪দফা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে
মঙ্গলবার (৮ জুলাই) বেলা সাড়ে ১২.৩০ টায়
শেকড় পাবনা ফাউন্ডেশনের উদ্যোগে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উক্ত সংবাদ সম্মেলনে শেকড় পাবনা ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালু, পাবনা বিমানবন্দর পুনরায় চালু, নগরবাসী ফেরীঘাটের উন্নয়ন, পাবনা আব্দুল হামিদ সড়ক ৪লেন এ উন্নীতকরণ এর বিষয় দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তাফা, সম্পাদক ডঃ মোস্তাফিজুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক মো. জহুর ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, মাছরাঙা টেলিভিশন এর উত্তরবঙ্গ ব্যুরোচিফ উৎপল মির্জা, নয়া দিগন্তের এসএম আলাউদ্দিন, ৭১ টেলিভিশন পাবনা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান, দৈনিক স্পষ্টবাদীর সহযোগী সম্পাদক প্রতিনিধি শিশির ইসলাম, দেশটিভি পাবনা প্রতিনিধি শামসুল আলম, ঢাকা পোস্টের পাবনা প্রতিনিধি রাকিব হাসনাত, আজকের দর্পনের জেলা প্রতিনিধি, জুবায়ের খান প্রিন্স, দৈনিক পাবনার চেতনার সম্পাদক এসএম আদনান উদ্দিন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, এসব দাবী বাস্তবায়নের মাধ্যমে পাবনার উন্নয়নের ভূমিকা রাখতে আমরা পাবনার সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। এবং দাবী আদায়ে ঐক্যবদ্ধ হয়ে বৃহৎ আন্দোলন গড়ে তুলবো। এবিষয়ে আমরা সকলের সম্মিলিত অংশগ্রহণের আহবান জানাই।