পাবনার হরিজন কলোনির মানুষের উপর নির্যাতন, মারধর, চাঁদাবাজী খেটে খাওয়া মানুষের টাকা পয়সা কেঁড়ে নেয়া হুমকী ধামকি তাণ্ডব চালিয়ে আসছে অনন্ত এলাকার কতিপয় সন্ত্রাসী।
এর প্রতিবাদে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে হরিজন সম্প্রদায়ের মানুষ।
উল্লেখ্য গত ১৬ জুলাই বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোটরসাইকেল চালিয়ে হরিজন সম্প্রদায়ের কিছু ছেলেকে মারধর করে এবং এক জনকে ছুরির আঘাত করে এবং প্রাণ নাশের হুমকী দিয়ে পালিয়ে যায়।
এর প্রতিবাদে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী কবিরাজ চন্দ্র দাস ও সভাপতি শ্রী সুবল দাস স্বাক্ষরিত স্মারকলিপি থেকে এসব তথ্য জানা গেছে।
উক্ত স্মারকলিপিতে হরিজন সম্প্রদায়ের মানুষের দৈনন্দিন কাজ ও জান মালের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে অনুরোধ জানানো হয়।
এবং প্রাণের ভয়ে তারা তাদের কর্ম ক্ষেত্রে আসতে পারছে না বলে জানায়। অর্থাৎ পৌরসভা সহ সকল প্রকার পরিচ্ছন্নতা কার্যক্রম বন্ধ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে জানা যায়।