• শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
  • |
  • |

পাবনায় সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে সালিসী বৈঠক থেকে নারীকে অপহরণের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৫৮ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫
অপহরণে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা আঃ সালাম

পাবনার সাঁথিয়ায় পরকীয়া প্রেমের জেরে গণধোলাই খেলেন উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত আ: কাদের মুন্সীর ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস সালাম (৫৫)। এ ঘটনায় সালিসী বৈঠক থেকে নারীকে অপহরণের অভিযোগ উঠেছে বহিরাগত প্রভাবশালী ও সেনা সদস্য আ: সালামের বিরুদ্ধে। এ ঘটনার প্রেক্ষিতে নারীর স্বামী আবু সাইদ বাদী হয়ে থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছেন।
ঘটনা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিষ্ণুপুর গ্রামের আ: কাদেরের ছেলে আ: সালামের সাথে পরকীয়া সম্পর্ক চলছিল একই গ্রামের আবু সাইদের স্ত্রীর (৪০)। শুক্রবার সন্ধ্যার পরে আ: সালাম তার পরকীয়া প্রেমিকার ঘরে প্রবেশ করে অনৈতিক কাজে লিপ্ত হয়। এ ঘটনা স্থানীয়রা বুঝতে পেরে মোবাইলে ভিডিও ধারণ করে ও সালামকে আটক করে মারধর করতে থাকে। বিষয়টি জানাজানি হলে রাত ৯ টার সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ও এলাকাবাসীর উপস্থিতিতে বসে সালিসী বৈঠক। একই গ্রামের আজাহার আলীর বাড়িতে স্থানীয় বিএনপি নেতা আ: মান্নান মুহুরীর সভাপতিত্বে সালিসী বৈঠক চলে ভোর ৪ টা পর্যন্ত। সালিসী বৈঠকে পরকীয়া প্রেমিক-প্রেমিকা নিজেরা বিয়েতে রাজি হলে এতে বাঁধা দেয় বহিরাগত প্রভাবশালী এক নেতা ও স্বজনরা। পরে তারা স্থানীয় প্রধানদের অমান্য করে সালিসী বৈঠক থেকে জোরপূর্বক তুলে নিয়ে আসে।

এ ঘটনায় শনিবার সকালে ওই নারীর স্বামী আবু সাইদ বাদী হয়ে স্ত্রীকে অপহরণ ও তার সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ করেন আ: সালাম ও তার স্বজনদের বিরুদ্ধে।

এ বিষয়ে ওই সাবেক সেনা সদস্য আব্দুস সালাম জানান, আমাকে মারপিট করা হয়েছে। আমি অসুস্থ। চিকিৎসার জন্য হাসপাতালে এসেছি। তিনি আরো বলেন, ওই নারীর সাথে আমার কোন অনৈতিক সম্পর্কের ঘটনা ঘটেনি।

সালিসী বৈঠকের সভাপতি ও বিএনপি নেতা আব্দুল মান্নান মহুরী জানান, আমার সভাপতিত্বে ও স্থানীয় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বৈঠক শুরু হয়। আমরা রাতভর ঘটনা মীমাংসার চেষ্টা করি। তবে বহিরাগতরা মোটা অংকের টাকায় আ: সালামের স্বজনদের সহায়তায় ভুক্তভোগী নারীকে বৈঠক থেকে জোর করে তুলে নিয়ে যায়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, আমরা অপহরণের অভিযোগ পেয়েছি। বিষযটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category