পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলার তেবাড়িয়া সড়কের পাশে জাহিদুল মোল্লা (৬০) নামের এক কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কেউ গলাকেটে হত্যা করে ফেলে রেখেছে বলে ধারণা পুলিশের।
গতকাল বুধবার (৯ এপ্রিল) সকালে পাবনার আতাইকুলার ডেমরা-আতাইকুলা সড়কের তেবাড়িয়া হাজির বটতলা নামকস্থানে মরদেহ দেখে প্রত্যক্ষদর্শিরা পুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে শনাক্ত হয়, নিহত জাহিদুল মোল্লা (৫২) পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলে হাট এলাকার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী।
নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম বলেন, গতকাল বিকেলে কাঠের ব্যবসার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। আর আজকে সকালে তার মরদেহ পাওয়া কথা শুনে এখানে (ঘটনাস্থল) এসেছি। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।
বিষয়টি নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কেএম হাবিবুল ইসলাম জানান, সকালে কৃষকরা মাঠে কাজ করতে আসলে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসলে পরবর্তীতে পরিচয় শনাক্ত হয়। কেন এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে আমরা তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলতে পারবো।