রবিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে মানবাধিকার সংগঠন ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মানুষের অধিকার নিয়ে কথা বলাই মানবাধিকার সংগঠনের মূল কাজ। এই সংগঠনের কার্যক্রমের মূল লক্ষ্য হলো মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। স্বাধীনতার ইতিহাস থেকেই মানবাধিকার সংগঠনসমূহ দেশের জন্য কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় পাবনায় দশটি মানবাধিকার সংগঠন এর ১৪ জন উপদেষ্টা ও ৭৩ জন সদস্য বিশিষ্ট ‘ঐক্য’ নামক একটি প্ল্যাটফর্ম থেকে শুরু হচ্ছে মানবাধিকার বিষয়ক নতুন কার্যক্রম।
এই কার্যক্রমের অংশ হিসেবে পাবনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় এক পরিচিতি ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাহতাব উদ্দিন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সদর গোরস্থানের সভাপতি আলহাজ্ব গোলাম রব্বানী কামনা এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোজাম্মেল হক কবির।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন BIHFFF-এর চেয়ারম্যান শহিদুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী নাসিমুজ্জামান সোহেল।
মানবাধিকার সংগঠন ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি ওবায়দুল্লাহ সভায় বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ।