• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
  • |
  • |
Headline :
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ আবির্ভাব পুণ্য স্নান মহোৎসব শুরু পাবনায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, পাবনা জেলা কমিটি গঠন আহ্বায়ক- রকিবুল, সদস্য সচিব বাপ্পী মেরুন পোশাকধারী হামলাকারীর পরিচয় প্রকাশ করলেন রাশেদ খান রংপুরে দলীয় কার্যালয়ের সামনে জাপা নেতাকর্মীদের অবস্থান এবার টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ অপু বিশ্বাস সন্তান জন্মের পর চরম অর্থকষ্টে ভুগেছেন নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে : প্রেসসচিব দাবি না মানলে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিক শিক্ষকদের ৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা, দিনে বাড়তে পারে তাপমাত্রা

পাবনায় ব্যাংক ভাঙচুর, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

স্পষ্টবাদী ডেস্ক / ২৮ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫
পাবনায় ব্যাংক ভাঙচুর, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

পাবনার চাটমোহরে ঋণ খেলাপি হওয়ার মামলা করায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অন্যান্য কর্মীদের মারধর এবং ব্যাংক ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবদল নেতা ও ইউপি সদস্য লোকমান হোসেন পলাতক রয়েছেন।
অভিযুক্ত লোকমান হোসেন ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহবায়ক এবং একই সঙ্গে ফৈলজানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। এ ঘটনায় জেলা যুবদল তদন্ত কমিটি গঠন করেছে।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পাবনা জোনের ডেপুটি ম্যানেজার হেলাল উদ্দিন জানান, ‘২০২১ সালে ব্যাংকের ফৈলজানা শাখা থেকে ৩ লাখ টাকা সিসি ঋণ নেন ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য লোকমান হোসেন। গত দুই বছর ধরে তিনি ঋণ সময়মত পরিশোধ করেননি। এরপর তাকে নিয়ম অনুযায়ী নোটিশ দেওয়া হয়।’

ঋণ পরিশোধ না করায় তাকে ঋণ খেলাপী হিসেবে বিবেচনা করা হয়। এর পর ব্যাংক কর্তৃপক্ষ ২৫ মে পাবনার অর্থঋণ আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) লোকমান হোসেন মামলার বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখায় এসে শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান ও অন্যান্য কর্মচারীদের মারধর করেন এবং অফিস ভাঙচুর করেন।

জেলা যুবদলের আহবায়ক হিমেল রানা জানান, কোনো ব্যক্তির অপরাধের দায় দল গ্রহণ করবে না। ব্যাংক ম্যানেজারকে মারধরের ঘটনার সঙ্গে যুবদল নেতা জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ উদ্দেশ্যে চাটমোহর উপজেলা যুবদলের আহবায়ক গোলজার হোসেনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে পদক্ষেপ নেওয়া হবে।

চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় লোকমান হোসেনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category