বি এন পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পশু (ছাগল) সদকা দেওয়া হয়।
আজ ১১ জুলাই (শুক্রবার) শিবরামপুর বেগম রোকেয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পশু (ছাগল) সদকা দেওয়া হয়।
বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এড: শামছুর রহমান শিমুল বিশ্বাসের পক্ষ থেকে সদকার পশু পৌঁছে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন, জেলা যুবদলের আহবায়ক হিমেল রানা, আহেদ আলী বিশ্বাস ট্রাস্টের অন্যতম সদস্য হাফিজুর বিশ্বাস, ইঞ্জি ওয়ারেছ হোসেন, জেলা ছাত্রদল সভাপতি আমিনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, ৭ নং ওয়ার্ড বি এন পি সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সবুজ, জেলা যুবদলের সদস্য রবিউল ইসলাম মুসাপ, শরিফুল ইসলাম লিটু, পিপীলিকা দলের নেতা আকাশ ইসলামসহ আরও অনেকে।