পাবনা সদর পৈলানপুর সফেদা বাগান মহল্লার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ আলী মারা গেছেন। ৬জুলাই রোববার রাত ৮:৩০টার দিকে পাবনা সদরের পৈলানপুর সফেদা বাগান মহল্লার নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে তিনি মারা যান।
৭ জুলাই সোমবার বাদ জোহর পাবনার
আলিয়া মাদ্রাসা মাঠে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়।
পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলামের উপস্থিতিতে সদর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমারের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।
এসময় পাবনা সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে আরিফপুর কবর স্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।মোহাম্মদ ইউসুফ আলী ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ আলী মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র , এক কন্যা ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।