পাবনায় বাঁশ বোঝাই ট্রাক উল্টে দুই শিশু শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছ। রবিবার (২৬ অক্টোবর) পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন এর বাঙ্গাবাড়িয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল সাতটার দিকে একটি স্কুলগামী ভ্যানের উপড় বেড়া থেকে ছেড়ে আসা একটি বাঁশ বোঝাই ট্রাক অপর একটি গাড়িকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভ্যানের উপড় পড়লে ভ্যানে থাকা দুই শিক্ষার্থীসহ ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়।

পাবনায় বাঁশবোঝাই ট্রাক উল্টে দুই শিশু শিক্ষার্থীসহ নিহত তিন
এঘটনায় আহত সদর উপজেলার মধুপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সাদ হোসেনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মাঝে গয়েশপুর ইউনিয়নের পঞ্চমপুর গ্রামের বাসিন্দা আহম্মদ আলী শেখ এর ছেলে ৫ম শ্রেণীর ছাত্র নূর মোহাম্মদ তোহা(১৩), জাফরাবাজ গ্রামের শামসুল মোল্লার মেয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী তাসমিয়া(১৩) ও গঙ্গারাম পুর ইউনিয়ন এর ধর্মগ্রামের মৃত আব্বাস হোসেন এর ছেলে ভ্যানচালক আকরাম আলী(৫৬)। দুই শিক্ষার্থী পাবনার জালালপুরের পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী।
মুহুর্তের মাঝে স্থানীয় জনতা এগিয়ে এসে বাঁশের স্তুপ সরিয়ে মৃতদেহ গুলো উদ্ধার করেন। এবং সড়ক জুড়ে বাঁশ পড়ে যান চলাচল বন্ধ হয়। ফলে দীর্ঘ যানজট এর সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এসে সড়ক থেকে গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

পাবনায় বাঁশবোঝাই ট্রাক উল্টে দুই শিশু শিক্ষার্থীসহ নিহত তিন
স্থানীয়রা জানান গত কয়েক মাসে এই স্থানে কয়েকজন এর প্রাণহানি ঘটেছে, সড়কে স্পিড ব্রেকার না থাকায় এমন দূর্ঘটনা ঘটে থাকে তারা একটি স্পিড ব্রেকার স্থাপনের জোর দাবী জানায়। মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বেড়া থেকে বাঁশ বোঝাই ট্রাক পাবনা আসার পথে দূর্ঘটনা ঘটে এবং ট্রাকের হেলপার চালিয়ে আসছিলো। ভ্যান ড্রাইভারসহ তিনজন নিহত ও একজন আহত হয়েছ তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিকভবে ট্রাক চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।