পাবনায় বাঁকির টাকা চাইলে মোটরসাইকেলসহ নগদ অর্থ ছিনতাই
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সিট কাপড় ব্যবসায়ীর বাঁকি পড়ে থাকা ৫০ হাজার টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মব সৃষ্টি করে মহাজনসহ দুজনকে পিটিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামীলীগ নেতা আনোয়ার নামের একজন খুচরা ব্যবসায়ীর বিরদ্ধে। শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার নিমাইচাড়া ইউনিয়নের সমাজ বাজারে এ ঘটনা ঘটে।
আহত কাপড় ব্যবসায়ী ভাঙ্গুড়া পৌর সদরের শরৎনগর বাজারের মোল্লা বস্ত্রালয় স্বত্বাধিকারী আলহাজ্ব আঃ আজিজ ও তার ছেলে রাফিউল ইসলাম মামুন। এ ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। শনিবার (৫ এপ্রিল) সকালে চাটমোহর থানায় এ বিষয়ে ৩ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
জানা গেছে, ভাঙ্গুড়া পৌর সদরের শরৎনগর বাজারের মোল্লা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী আব্দুল আজিজ দীর্ঘদিন সিট কাপড়ের খুচরা ও পাইকারি ব্যবসা করে আসছেন। বিভিন্ন ব্যবসায়ীরা তার নিকট থেকে পাইকারি মালামাল কিনে তারা খুচরা ব্যবসা করে থাকেন। পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার হান্ডিয়াল ও সমাজ বাজারেরও বিভিন্ন কাপড় ব্যবসায়ীরা তার নিকট থেকে পাইকারী দরে কাপড় কিনে খুচরা ব্যবসা করে থাকেন। সেই সুত্র ধরে সমাজ বাজারের স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন প্রায় বছরখানেক পূর্বে ৫০ হাজার টাকার মালামাল বাঁকিতে নেয়।
তিনি ভাঙ্গুড়া বাজারের আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ সাইদুল ইসলামের আত্মীয়তার সূত্রে প্রভাব খাটিয়ে সে পাওনা টাকা দীর্ঘদিনেও পরিশোধ করেনি। প্রতি শুক্রবারে কাপড় ব্যবসায়ী আব্দুল আজিজ ও তার ছেলে সমাজ বাজারে তাগাদার জন্য যান। ঘটনার দিন অন্যান্য দোকানে তাগাদা শেষ করে আনোয়ার হোসেনের কাছে যান বাকির টাকা চাওয়ার জন্য। এই টাকা চাওয়াতেই তিনি টাকা দিতে অস্বীকার করেন। এই ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হয়। ঘটনার একপর্যায়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন ও তার ছেলে মোঃ নীবির হোসেন, মোঃ হামিদুল ইসলামসহ বেশ কয়েকজন মব সৃষ্টি করে তাদেরকে পিটিয়ে আহত করে। এ সময় তাদের কাছে থাকা এক লক্ষ আশি হাজার টাকা ও একটি মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
ঘটনার বিষয়ে চাটমোহর খানার ওসি (তদন্ত) নয়ন কুমার সরকার দৈনিক স্পষ্টবাদীকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।