পাবনা জেলা সংবাদদাতাঃ পাবনা জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাহিদ, যুবদল নেতা শিপলু সেলিমের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পাবনা জেলা বিএনপি সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মী ও এলাকাবাসী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে এই মানববন্ধন করেন তারা। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন,জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মান্নান মাস্টার, পৌর বিএনপির সাবেক সভাপতি তৌফিক হাবীব, সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, জেলা বিএনপির সদস্য ও সদর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মুক্তার হোসেন ,জেলা যুবদলের সভাপতি হিমেল রানা,সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক মারুফ খান , জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কোমল শেখ টিটু, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আজাদ খান সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপি নেতা মোবারক হোসেন বাবুর পরিচালনায় এসময় মানববন্ধনে বক্তারা, নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান ।বক্তারা আরো বলেন,এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করা হয়নি জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর কর্মসুচি দেওয়া হবে।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পাবনা শহর প্রদক্ষিণ করে।