পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পাবনার হেমায়েতপুরে চাইল্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে এতিম শিশুদের মাঝে নতুন পোশাক এবং অসহায় মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার সকাল ১০টায় পাবনা সদরে হেমায়েতপুর ঈদগাহ মাঠে সংগঠনটির সভাপতি ডঃ এস কে মোহাইমেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পাঁচ আসনের এমপি পদপ্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাইল্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উপদেষ্টা রাশিয়ান নাগরিক এম আর আরতুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজের ওরাল সার্জন ডাঃ মোঃ আশরাফুল ইসলাম খান। এসময় আরো বক্তব্য রাখেন জেলা জামাতের সাধারণ সম্পাদক গাফফার খান সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন চাইল্ড ওয়েল ফেয়ার অর্গানাইজেশন এর সাধারণ সম্পাদক ও মেডিসিন এন্ড ফুড ম্যানুফ্যাকচারিং এসোসিয়েশন পাবনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। বক্তব্য শেষে ৩০ জন এতিম শিশুদের মাঝে নতুন পোশাক ও দুই শতাধিক বয়স্ক পুরুষ মহিলার মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক জানান আমাদের এই সেবামূলক কার্যক্রম চলমান থাকবে আমরা চাই সবসময় মানবসেবায় এই সংগঠনকে উৎসর্গ করতে। এক্ষেত্রে আমরা সকলের সহযোগীতা প্রত্যাশা করি।