• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
  • |
  • |

পাবনায় ‘আমার সংবাদ’ উপজেলা প্রতিনিধিদের মাঝে পরিচয়পত্র বিতরণ

স্পষ্টবাদী ডেস্ক / ২৮৬ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

পাবনা জেলার সব উপজেলা প্রতিনিধিদের মাঝে পরিচয়পত্র ও অফিসিয়াল প্যাড বিতরণ করেছে দৈনিক আমার সংবাদ।
মঙ্গলবার (২০ মে) বেলা ১২টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার দৈনিক সিনসা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমার সংবাদ পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি সফিক ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক এস এম মাহবুবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক স্পষ্টবাদী পত্রিকার সহযোগী সম্পাদক শিশির ইসলাম। এবং
সাঁথিয়া মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সাংবাদিক ড. মনসুর আলম ।
অনুষ্ঠানে বক্তারা পেশাগত দায়িত্বশীলতা, নৈতিকতা ও সংবাদ সংগ্রহে সততার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।
ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন, আমার সংবাদ পত্রিকার হিসাব বিভাগের মাহবুব আলম এবং সার্কুলেশন ম্যানেজার দীপ সাহা।
অনুষ্ঠানে আমার সংবাদ পত্রিকার আটঘরিয়া উপজেলা প্রতিনিধি সাত্তার মিয়া বলেন, ‘ইতিপূর্বে আমরা কখনো এমন আয়োজনে অংশ নিতে পারিনি। জেলা প্রতিনিধির আমন্ত্রণে আজকের আয়োজনে থাকতে পেরে আমি গর্বিত।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়া পাবনা জেলা প্রতিনিধি রাজীব জোয়ারদার, আনন্দ টিভির ক্যামেরা পারসন জাকারিয়া বিন ইউসুফসহ বিভিন্ন উপজেলার সাংবাদিক প্রতিনিধিরা।
পরে জেলার আটটি উপজেলার প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে পত্রিকার পরিচয়পত্র ও প্যাড তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category