• শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
  • |
  • |

পাথর মেরে হত্যা: ‘এই দৃশ্য জাহেলিয়াতের নিষ্ঠুরতাকে স্মরণ করিয়ে দেয়’: গোলাম পরওয়ার

স্পষ্টবাদী ডেস্ক / ৩৫ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫
গোলাম পরওয়ার

পুরান ঢাকায় ব্যবসায়ী চাঁদ সোহাগকে হত্যার দৃশ্য জাহেলিয়াতের লোমহর্ষক নিষ্ঠুরতা ও বর্বরতাকেই স্মরণ করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১১ জুলাই) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এসব দাবি করেন।

‘রাজধানীতে চাঁদা না দেওয়ায় মো. সোহাগ (৪৩) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে। পুলিশ যুবদল নেতা মঈনসহ দুজনকে আটক করেছে।’

‘এই যুগে প্রকাশ্যে দিবালোকে এভাবে পাথর মেরে একজন মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা—সেটাও শুধুমাত্র সামান্য চাঁদা না দেওয়ার কারণে—আইয়ামে জাহেলিয়াতকেও হার মানায়। এই দৃশ্য জাহেলিয়াতের লোমহর্ষক নিষ্ঠুরতা ও বর্বরতাকেই যেন স্মরণ করিয়ে দেয়।’

‘এরা যে রাজনীতির কথা বলে—সেই রাজনীতিতে জনগণের জান-মাল কতটা নিরাপদ? যদি এদের হাতে রাষ্ট্রের দায়িত্ব যায়, তবে রাষ্ট্র কিংবা জনগণ-কেউই তাদের কাছ থেকে নিরাপদ থাকবে না।’

শেষে তিনি আরও বলেন, ‘আবার সেই ফ্যাসিবাদেরই পদধ্বনি শোনা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category