এক এসএসসি পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজলার ধুর্মপুর এলাকায় ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র পরীক্ষা খারাপ হওয়ায় এক এসএসসি পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে ।
জানা যায়, গংগারহাট এমএএস উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ওই শিক্ষার্থীর নাম রোমানা আফরোজ রিয়া (১৬)। তার বাবার নাম আব্দুর রফ মিয়া।
রিয়ার পরীক্ষাকেন্দ্র ছিল ফুলবাড়ী জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে। ইংরেজি প্রথম প্রথমপত্রের পরীক্ষায় তেমন উত্তর খাতায় লেখতে না পারায় পরিবারের সদস্যদের বিষয়টি সে জানায়। পরিবারের লোকজন ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় ভালো করার জন্য পরামর্শ দেন। কিন্তু ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষাও আগের মতো খারাপ হওয়ায় হতাশ হয়ে পড়েন ওই শিক্ষার্থী। পরে মনের কষ্টে পরিবারের লোকজনের অজান্তে সে নিজ ঘরে গলায় ফাঁস নেয়।
চলতি এসএসসি পরীক্ষায় নিয়মিত ১১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে রোমানা আফরোজ রিয়া মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে। শুনেছি পরীক্ষা খারাপ হওয়ায় সে আত্মহত্যা করেছে। এছাড়া এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না আমার জানা নেই।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।