ভ্যারাইটিকে দেয়া এক সাক্ষাৎকারে আরিয়ান বলেন, আমার বাবা নিজেই চলচ্চিত্র নির্মাণের প্রতিটি দিক খুব গভীরভাবে বোঝেন হোক সেটা ভিএফএক্স, লাইটিং, ক্যামেরার কাজ কিংবা ভিজ্যুয়াল ইফেক্ট। ছোটবেলা থেকেই তিনি আমাকে দেখাতেন, কীভাবে কোন দৃশ্য বাস্তবে না করেও পর্দায় জীবন্ত করে তোলা যায়।
যেমন—‘তুমি আসলে গুলিবিদ্ধ হচ্ছো না, এটা এভাবে হয়।’ বা ‘একটা প্লেন কীভাবে উড়ছে দেখানো হয়, অথচ আসলে সেটি উড়ছে না।’ এসব আমার কাছে ছোটবেলায় জাদুর মতোই লাগত।
আরিয়ান আরও জানান, করোনাকালীন লকডাউনে একঘেয়েমির সময় শাহরুখ খান ও বোন সুহানা খানকে নিয়ে একটি ছোট চলচ্চিত্র তৈরি করেছিলেন তারা।
তিনি বলেন, আমরা তখন সময় কাটানোর জন্য বাড়িতেই একটা ছোট ফিল্ম লিখেছিলাম এবং সেটি আমরা নিজেদের ঘরেই শুট করেছিলাম। সুহানা ও বাবা অভিনয় করেছিলেন, আর আমি তখন ডিওপি হিসেবে কাজ করেছিলাম।
‘দ্য ব্যাডস অব বলিউড’ ওয়েব সিরিজের পরিচালনা নিয়ে আরিয়ান জানান, সিরিজটিতে তারা চেয়েছিলেন আত্ম-বিদ্রূপমূলজভাবে করতে হতে, কিন্তু কোনোভাবেই অসম্মানজনক নয়। আরিয়ান বলেন, আমরা চেয়েছি নিজেদের নিয়েই মজা করতে, কিন্তু কাউকে আঘাত না করে। ইন্ডাস্ট্রির অংশ হয়ে ইন্ডাস্ট্রিকে নিয়েই যখন কিছু বানাচ্ছি, তখন সেটির প্রতি শ্রদ্ধা থাকা জরুরি।
নিজেদের নিয়ে হাসতে পারা এটাই কমেডির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।
আরিয়ান পরিচালিত ওয়েব সিরিজটির সাফল্য প্রমাণ করেছে, আরিয়ান শুধু তারকা-সন্তান নন, বরং নিজস্ব চিন্তা ও শিল্প দৃষ্টিতে বলিউডে নিজের জায়গা তৈরি করতে সক্ষম। প্রথম সিরিজেই তিনি নিজেকে একজন প্রতিভাবান তরুণ চলচ্চিত্র নির্মাতা হিসেবে প্রমাণ করেছেন।