• শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
  • |
  • |

পরিকল্পিত নগরায়ন গড়তে বৃক্ষরোপণ এর বিকল্প নেই- জেলা প্রশাসক পাবনা

শিশির ইসলাম / ৭৫ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেছেন পরিকল্পিত নগরায়ন গড়তে বৃক্ষরোপণ এর বিকল্প নেই, বৃক্ষই আমাদের একমাত্র বন্ধু, আমাদের সুস্থ রাখতে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে থাকে, সেই সাথে আমাদের শারীরিক সুস্থতার পাশাপাশি নগররের সৌন্দর্য বর্ধনে বৃক্ষের অবদান অপরিসীম। আসুন আমরা সকলে আমাদের চারপাশে নিজে বৃক্ষ রোপন এর পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করি।

৭ই জুলাই সকালে “পরিকল্পিত বনায়ন করি,সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ৭দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন, তিনি আরো বলেন আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি সুস্থ পরিবেশ রেখে যেতে চাই যাতে করে তারা শারিরীক ও মানুষিক বিকাশে সুস্থ ধারার জীবন ধারনে বৃক্ষ সহায়ক ভূমিকা পালন করে। সকালে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে অতিথিবৃন্দরা ফিতা কেটে ও বেলুন ও পায়রা উড়িয়ে বৃক্ষরোপন ও বৃক্ষমেলার উদ্ধোধন করেন। উদ্বোধনের পর বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদ খান সহ জেলা প্রশাসন, বনবিভাগ এর কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন নার্সারি মালিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সাত দিন ব্যাপী এই মেলা ৩০টি স্টল অংশগ্রহণ করেছে । মেলাটি আগামী ১৩ ই জুলাই পর্যন্ত সকাল ৯ টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে। মেলায় বিভিন্ন রকম ফল ও ফুলের গাছের পাশাপাশি সৌন্দর্য বর্ধনে ও বনায়ন এর উপযোগী বিভিন্ন প্রকার বৃক্ষ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category