• সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
  • |
  • |
Headline :
টাইফয়েড টিকাদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে “TCV Vaccination Campaign 2025” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি কর্তৃক বিপুল পরিমান চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক নীলফামারীতে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো দিয়ে প্রায় ১৫ হাজার মানুষের চলাচল নদী দখল-দূষণকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি নদীকর্মী ও বিশেষজ্ঞদের গুইমারায় শিম চাষে ভিডিপি সদস্যদের ভাগ্যবদল ইলিশ কেনাবেচায় সরগরম চাঁদপুরের মাছঘাট ক্ষেতলালে করলা চাষে সফলতা, লাভ বাড়ছে কৃষকের পাবনায় বাঁশবোঝাই ট্রাক উল্টে দুই শিশু শিক্ষার্থীসহ নিহত তিন “পাবনা সোসাইটি”-এর উদ্যোগে ঐক্যবদ্ধ রাজনীতির অঙ্গীকার পিরোজপুরে তাহসিন শিক্ষা পরিবারের আয়োজনে সবক প্রদান ও অভিভাবক সম্মেলন

নীলফামারী সদরের পঞ্চপুকুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় ১৮ পরিবার

আব্দুস সালাম,নীলফামারী / ৫৮ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
নীলফামারী সদরের পঞ্চপুকুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় ১৮ পরিবার
নীলফামারী সদরের পঞ্চপুকুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় ১৮ পরিবার

নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তেলীপাড়া গ্রামে বৈদ্যুতিক ত্রুটির কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে শরিফুল নামে এক গার্মেন্টস কর্মীর থাকার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়ে। এতে একে একে ১৮টি পরিবারের ৩০টি টিনশেড ঘর ও দুটি পাকা বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মুহূর্তের মধ্যে সর্বস্ব হারিয়ে নিরুপায় হয়ে খোলা আকাশের নিচে বসবাসে বাধ্য হয়। পুড়েযাওয়া বাড়ির মধ্যে পড়ে আছে কেবল ভাংগাচোরা কিছু টিন ও আসবাবপত্রের ছাই। ক্ষতিগ্রস্ত মোঃ লুৎফর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার শেষ সম্বল বলতে আর কিছুই রইলোনা।”

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নীলফামারী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ মিয়ারাজ উদ্দিন জানান, “অগ্নিকাণ্ডের আতঙ্কে ভাংগাচোড়ার অধিকাংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে ধারনা করা যাচ্ছে আগুনের সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে।”

গ্রামবাসীর দাবি, দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা না করলে তারা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তার দাবি জানিয়েছে দুর্গত পরিবারগুলো।
এদিকে খবর পেয়ে দ্রূত ছুটে যান নীলফামারী -২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাড. আলফারুক আব্দুল লতিফ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রাথমিক খাদ্য সামগ্রী প্রদান করেন।ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সার্বিকবিষয়ে সহযোগীতার আশ্বাস দেন। এছাড়াও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category