ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলায় কার্যালয়ের উপপরিচালক জনাব মোছাদ্দিকুল আলমের সভাপতিত্বে ও ফিল্ড অফিসার মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,লেখক ও গবেষক হাফেজ ড. মো: খায়রুল আনাম, মূখ্য আলোচক হিসেবে উপস্হিত ছিলেন নীলফামারী সরকারী কলেজের ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের প্রভাষক ড. মো: ফরহাদ-উল-ইসলাম।
অনুষ্ঠানে নীলফামারী জেলার বিভিন্ন মসজিদের ইমাম,খতিববৃন্দ এবং মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যত্রমের শিক্ষকবৃন্দ। দঅনুষ্ঠানে বক্তাগণ বলেন যে, বিশ্বমানবতার মুক্তির দূত, রাহমাতুল্লিল আলামিন হিসেবে নবী করিম (সা:) এর শুভাগমন হয়েছিল।তাঁর জীবনী, আদর্শ, শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন নীলফামারী জেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাও: ওমর ফারুক।