সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নীলফামারী জেলা শাখার সভাপতি অধ্যাপক মো: ছাদের হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ওমর ফারুক। এসময় বক্তব্য রাখেন, নীলফামারী আলিয়া (কামিল) মাদ্রাসার সুপার আবু মুসা, সদর উপজেলা সভাপতি কামরুজ্জামান, ডিমলা নিজপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারসহ অন্যান্য শিক্ষক-নেতৃবৃন্দ।
এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ।
বক্তারা বলেন, “এমপিভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের ৫০% বাড়ি ভাড়া, ১০০% উৎসব ভাতা, এবং ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান করতে হবে।” তাঁরা আরও দাবি জানান, এবতেদায়ী মাদ্রাসা ও নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের চাকরি দ্রুত এমপিওভুক্ত করার জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা বরাবরই অবহেলিত ও বঞ্চিত। আগামী দিনে আর বঞ্চিত হতে চাই না। যদি ন্যায্য দাবি বাস্তবায়িত না হয়, তবে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
পরিশেষে জেলা সভাপতি অধ্যাপক মোঃ ছাদের হোসেন সকল শিক্ষক-নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।