• সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
  • |
  • |

নারীকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতাসহ আটক ৪

স্পষ্টবাদী ডেস্ক / ২৮ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
নারীকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতাসহ আটক ৪
নারীকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতাসহ আটক ৪

ভোলার বোরহানউদ্দিনে পরকীয়ার অভিযোগ তুলে এক নারীকে গাছে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুই মিনিট সাত সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এক নারীকে গাছে বেঁধে রাখা হয়েছে। সেখানে কয়েকজন মিলে ওই নারীর চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করছে। এ সময় স্থানীয় বহু লোক তা দেখছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, বড়মানিকা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে এ নির্যাতনের ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, ‘জনতার তথ্য’ নামে একটি গণমাধ্যমের কর্মী হুমায়ুন কবিরের সাক্ষাৎকার নিচ্ছেন। ওই সময় হুমায়ুন কবির বলেন, ‌এই নারী অপকর্ম করেছে। সেই অপকর্মের সাজা আমরা আজ তাকে দিয়েছি।

নারীকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতাসহ আটক ৪

এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম বলেন, ‌‌‘বিষয়টি আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি। বিএনপির ওই নেতা অতি উৎসাহী হয়ে কাজটি করেছেন। বিএনপি এসব অন্যায় কাজকে সমর্থন করে না।’

বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রিপন চন্দ্র দাস বলেন, ‘ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অন্য আসামিদের আটক করতেও অভিযান চলছে।’

বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ জানান, দ্রুত বাকি আসামিদেরও গ্রেপ্তার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category