কিশোরগঞ্জে সন্ধ্যা মডেল লাইব্রেরী নিবন্ধন পেয়েছে
গণগ্রন্থাগার অধিদপ্তর, ১০, কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ, ঢাকা কর্তৃক নিবন্ধিত হলো ‘”সন্ধ্যা মডেল লাইব্রেরী”।
লাইব্রেরী হোক জ্ঞানের আলো তালিকাভূক্তিকরণ সনদ নম্বরঃ কিশোর -১১২ তারিখঃ ১০/০৯/২০২৫।
কিশোরগঞ্জে “সন্ধ্যা মডেল লাইব্রেরী” নিবন্ধন পেয়েছে
আজ দুপুর ১২:০০ ঘটিকায় জেলা সরকারি গণ-গ্রন্থাগার, কিশোরগঞ্জে ‘”সন্ধ্যা মডেল লাইব্রেরী”র সভাপতি পুলক কিশোর গুপ্ত এবং সাধারণ সম্পাদক স্বাগতম কিশোর দাস’র হাতে সনদপত্র তুলে দেন জেলা সরকারি গণ-গ্রন্থাগার, কিশোরগঞ্জের লাইব্রেরিয়ান আজিজুল হক।